ক্রিকেটারদের পাশে দাঁড়াতে ঢাকা গেলেন মুশফিকের পরিবার

  16-03-2019 08:52PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম এর পরিবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ছেলে মুশফিকসহ সকল ক্রিকেটারদের পাশে থাকলে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে এই প্রত্যাশায় ঢাকা যাচ্ছেন মুশফিকের পরিবার।

শনিবার দুপুরে বগুড়া শহরের মাটিডালিস্থ নিজবাসভবন থেকে ঢাকার উদ্দেশে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা, মা রহীমা খাতুন রওনা হন।

মুশফিকের বাবা মাহবুব হামিদ তারা জানান, ঘটনার দিন সকাল পৌঁনে আটটায় (বাংলাদেশ সময়) ফোন দেয়। ফোন রিসিভ করার পর থেকেই কান্না করছিল মুশফিক (মিতু)। প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। মুশফিক কান্না করে বলছিল যে, সে সহ তামিম ইকবাল ও জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার জুম্মার নামাজ আদায় করতে গিয়ে বড় বিপদে পড়েছে। পরে তারা নিরাপদে আছেন এ কথায় জানায়। কিন্তু স্বস্তিতে নেই। এখন জাতীয় ক্রিকেট দলের পাশে থাকাটা জরুরি। মুশফিক আমার ছেলে এটা ঠিক। কিন্তু এখন সে দেশের সন্তান। আর জাতীয় ক্রিকেট দলের সকলই আমার সন্তান। তাদের পাশে থাকতে ঢাকার উদ্দেশে যাত্রা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন