রাজ্জাকের পর মাশরাফির ৪০০ উইকেট

  18-04-2019 04:15AM

পিএনএস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজা ৩৯৯ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন। মাইলফলক স্পর্শ করতে মাত্র ১ উইকেট দরকার ছিল তার। ইরফান শুক্কুরকে আউট করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের কীর্তি গড়েছেন তিনি টাইগারদের অধিনায়ক।বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এ রেকর্ড গড়লেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলছেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে মাশরাফিবাহিনী।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবার আগে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। চলতি প্রিমিয়ার লিগেই এ কৃতিত্ব গড়েন তিনি। ২৭৫ ম্যাচ খেলে ৪০৮টি উইকেট সংগ্রহ করেছে রাজ। ২৬৯তম ম্যাচে এসে মাইলফলক স্পর্শ করেছিলেন রাজ। সেখানে মাশরাফির ৪০০ উইকেট পেতে ২৮৭টি ম্যাচ খেলতে লাগে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন