আশা বাঁচিয়ে রাখলো বেঙ্গালুরু

  20-04-2019 06:26AM

পিএনএস ডেস্ক : এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর প্লে অফের খেলার সম্ভাবনা যখন নিভু নিভু তখন সবার নজর ছিল অ্যান্দ্রে রাসেলের দিকে।

কিন্তু শুক্রবার প্রতিপক্ষের মাঠে বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি নিজের রূপ দেখিয়েছেন। সবাইকে টেক্কা দিয়ে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এতে প্লে অফে খেলার আশা বেঁচে রইলো বেঙ্গালুরুর।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথমে ব্যাট করে শুরুটা ভাল না হলেও পরে হাল ধরে নেন বিরাট কোহলি ও মইন আলি। মইন আলির ৬৬ ও বিরাটের ১০০ রানের সুবাদে কলকাতার সামনে ২১৪ রানের টার্গেট রাখে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি কলকাতার। পর পর চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। শেষ পর্যন্ত হাল ধরেন নীতিশ রান (৪৬ বলে ৮৬ রানে অপরাজিত) ও আন্দ্রে রাসেল (২৫ বলে ৬৫)। তবে তাতে কলকাতার শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান। এতে ১০ রানে হারের মুখ দেখতে হলো দিনেশ কার্তিকদের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন