টেন্ডুলকারের জন্য অপেক্ষা যে পাকিস্তানি ব্যাটসম্যানের

  22-04-2019 02:36PM


পিএনএস ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এখন যেকোনো সময়ের তুলনায় খারাপ। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটাঙ্গনেও। অবস্থা কবে স্বাভাবিক হবে, আদৌ হবে কি না, কেউ জানেন না। এর মধ্যে ভারত থেকে দাবি উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ বয়কট করার। চলছে চাপান উতোর। কিন্তু পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান আবিদ আলীর এসব নিয়ে কোনো সমস্যা নেই। এবারই প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া এই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাছ থেকে ব্যাটিং-পরামর্শ পেতে রীতিমতো মুখিয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করা এই ওপেনার বেশ ভালোভাবেই আছেন আলোচনায়। বিশ্বকাপে যেহেতু ভারত-পাকিস্তান খেলবে, টেন্ডুলকারের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবিদ। আশা করছেন, ক্রিকেট কিংবদন্তির সঙ্গে তাঁর দেখা হবে। তাঁর কাছে বেশ কিছু টিপস নিয়ে নেবেন সেই সুযোগে, ‘আমার বহুদিনের আশা টেন্ডুলকারের সঙ্গে দেখা করার। আমার মনে হয় আমার মতো আরও অনেক নতুন ব্যাটসম্যান তাঁর সঙ্গে দেখা করতে চায়। আমি তাকে আলিঙ্গন করতে চাই। তাঁর কাছ থেকে জানতে চাই ভালো ব্যাটিং করার টোটকা। যা আমাকে বিশ্বকাপে ভালো করতে সাহায্য করবে। আমার জীবনের সেরা দিন হবে সেটা, আমি যেদিন টেন্ডুলকারের সঙ্গে দেখা করতে পারব।’

টেন্ডুলকার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডসের সঙ্গেও দেখা করতে চান আবিদ, ‘স্যার ভিভ রিচার্ডসও অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। আমি তাঁর সঙ্গে দেখা করেও কিছু শিখতে চাইব।’

শচীনের সঙ্গে দেখা করে কী জানতে চাইবেন আবিদ? জানিয়েছেন সেটাও, ‘আমি ছোটবেলা থেকে শচীনের ব্যাটিং কৌশল অনুসরণ করে আসছি। তাঁর সঙ্গে দেখা হলে আমি জানতে চাইব কীভাবে মানসিক ও কৌশলগত শক্তি বাড়ান যায়। এগুলো জানতে পারলে আমার ব্যাটিংয়েরও উন্নতি হবে। তাঁর রেকর্ড অসাধারণ।’

দেখা যাক, আবিদের আশা পূরণ হয় কি না!

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন