যে কারণে হতাশ বাংলাদেশ কোচ

  10-05-2019 09:17AM


পিএনএস ডেস্ক: বৃষ্টিতে ম্যাচ না হওয়ায় আজ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই দলই ২ পয়েন্ট করে পেল। এতে আয়ারল্যান্ড খুশি হতে পারে। বাংলাদেশের খুশি হওয়ার কোনো কারণ নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া দল নিশ্চয়ই আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে চাইবে না। অথচ ক্যারিবীয়রা একটা বড় জয়ে পেয়েই বোনাসসহ ৫ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ কোচ স্টিভ রোডস তাই ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট পদ্ধতি নিয়েই প্রশ্ন তুললেন।

ডাবলিনের মালাহাইডে পরিত্যক্ত ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি ২ পয়েন্ট। দারুণ ছন্দে থেকেও পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। এভাবে পয়েন্ট হারিয়ে বেশ হতাশ কোচ স্টিভ রোডস, ‘একটু তো অসন্তুষ্টই। আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম। এটা আমাদের আরও ভালো অবস্থানে নিয়ে যেত। সেটা না হওয়ায় একটু হতাশ। এখানে আমাদের কিছু করার নেই। মিশ্র অনুভূতি হচ্ছে। দুই পয়েন্টের চেয়ে আমি বেশিই চেয়েছিলাম।’

আয়ারল্যান্ডে এ সময় বৃষ্টি হবে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হবে। সব জানার পরও ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি, আবার বোনাস পয়েন্টসহ জেতার সুযোগ রাখা হয়েছে এ সিরিজে। বৃষ্টি প্রবণ দেশে এমন পদ্ধতি কতটা জুতসই, সেটি নিয়ে প্রশ্ন তুললেন রোডস, ‘এই সময়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ডে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে। সামনে আমাদের অনেক ম্যাচ আছে। কালও যদি বৃষ্টি হয়, সেটি হবে চিন্তার। আমাদের অনুশীলনটা করা হবে না। আশা করি সব ঠিক থাকবে। সিস্টেমটা একটু অদ্ভুত। বোনাসসহ জিতলে আপনি ৫ পয়েন্ট পাবেন। ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সম্ভাব্য ৩ পয়েন্ট হারালেন। এটা মানা একটু কঠিন, যখন আপনি জিতেও পূর্ণ ৫ পয়েন্ট পাবেন না। আবার পরিত্যক্ত হলে পেতে হবে ২ পয়েন্ট। গ্রীষ্মপ্রধান দেশগুলোয় হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে এই পদ্ধতি ঠিক আছে। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডে বৃষ্টিতে খেলা ভেসে যাওয়া নিয়মিত ঘটনা। আর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচগুলোয় দলগুলোর হারানোর অনেক কিছু থাকে। এটার দিকে আয়োজকদের নজর দেওয়ার দরকার আছে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন