টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের ফাইনালে চেলসি

  10-05-2019 09:52AM


পিএনএস ডেস্ক:> আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে চেলসি। বৃহস্পতিবার রাতে চেলসি ও আইনট্রাখটের মধ্যে সেমি-ফাইনালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পায় মাওরিসিও সাররির দল।

স্ট্যামফোর্ড ব্রিজে ২৮তম মিনিটে এগিয়ে যায় চেলসি। এদেন আজারের পাস পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিক।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বসনিয়ার ফরোয়ার্ড লুকা ইয়োভিচের গোলে ম্যাচে ফেরে ফ্রাঙ্কফুর্ট। দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হওয়ায় রোমাঞ্চকর শেষের সম্ভাবনা জাগে। তবে বাকি সময়ে ও অতিরিক্ত সময়ে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জিতে চেলসি।

আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও আর্সেনাল।

১৯৭২ সালের পর এই প্রথম ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতাতেই ‘অল ইংলিশ’ ফাইনাল হতে যাচ্ছে।

আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন