দর্শককে ঘুষি নেইমারের, এরপর...

  10-05-2019 08:31PM

পিএনএস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে রেফারিকে গালি দেওয়ায় কিছুদিন আগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। সেই শাস্তির রেশ না কাটতেই এবার নতুন করে নিষেধাজ্ঞা পেলেন প্যারিস সেইন্ট জার্মেই তারকা। ফ্রেঞ্চ কাপের ফাইনালে প্রতিপক্ষ দলের এক সমর্থককে ঘুষি দেওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। একই সঙ্গে তাকে দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞার শাস্তিও দেওয়া হয়েছে।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে হয়েছিল ঘটনাটা। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ সমর্থক তাকে কিছু একটা বলছিলেন। তাতেই ক্ষেপে যান নেইমার। তার দিকে তেড়ে যান। এক পর্যায়ে ধাক্কা দেন সে সমর্থককে। যা অনেকটা ঘুষির মতোই। সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরালও হয়ে যায়।

তখন থেকেই গুঞ্জন ছিল বেশ বড়সড় শাস্তিই পেতে যাচ্ছেন নেইমার। তিন থেকে পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল ফরাসী গণমাধ্যমগুলো। শেষ পর্যন্ত নিষিদ্ধই হলেন এ ব্রাজিলিয়ান তারকা। ফলে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। ফলে মৌসুমে পিএসজির বাকি যে তিন ম্যাচ আছে, তাতে আর মাঠে নামতে পারছেন না এ ব্রাজিলিয়ান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন