বাংলাদেশ ফিল্ডিংয়ে, দলে চার পরিবর্তন

  15-05-2019 03:55PM

পিএনএস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ বিশ্রাম দিয়েছে পেসার মুস্তাফিজুর রহমান, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, বাঁহাতি ওপেনার সৌম্য সরকার ও মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। একাদশে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ পেসার পেসার রুবেল হোসেন, মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন, ওপেনার লিটন দাস ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

এক ম্যাচ পর পেস বোলিং অলরাউন্ডার সাইফ ফিরলেও অভিষেকে বিবর্ণ পেসার আবু জায়েদ চৌধুরী পেয়েছেন আরেকটি সুযোগ।

রুবেল সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেই সবশেষ খেলেছিলেন লিটন। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে সবশেষ খেলেছিলেন মাত্রই চোট থেকে সেরে উঠা তাসকিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ২ ওভারে ১৬/০

আয়ারল্যান্ড দলে এক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচের দলে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। বাদ পড়েছেন টিম মারটাঘ, দলে এসেছেন আরেক পেসার ব্যারি ম্যাককার্থি।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক অ্যাডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। সিরিজে তৃতীয়বারের মতো টস হেরেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক জানান, টস জিতলে ব্যাটিং করতেন তিনিও।

বাংলাদেশের গভীরতা পরীক্ষা করে নেওয়ার ম্যাচ

আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের সামনে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। সঙ্গে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগ।

ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে বুধবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়।

ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে ৮ ও ৫ উইকেটে হারিয়ে শীর্ষে থেকে ফাইনালে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচেই হারে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে হারে ১৯৬ রানে, পরেরটিতে ৫ উইকেটে। ফাইনালের আশা শেষ হয়ে যাওয়া স্বাগতিকদের সামনে শেষটা রাঙিয়ে রাখার সুযোগ।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন