বিশ্বকাপে থাকছেন রাজ্জাকও

  18-05-2019 04:59PM

পিএনএস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে থাকছেন আবদুর রাজ্জাক। না, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার। ৩৬ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার এবারের বিশ্বকাপে খেলবেন এমন আশাও করেনি কেউ। তবে বর্ষীয়ান এই ক্রিকেটারকে বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।

বিশ্বকাপ চলাকালে লন্ডনেই থাকবেন রাজ্জাক। অংশ নেবেন বিভিন্ন প্রচারণামূলক কাজে।

বাংলাদেশের হয়ে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে খেলেছেন রাজ্জাক। ২০০৭ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরেই বাংলাদেশ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ করে নিয়েছেন এই স্পিনার।

রাজ্জাক সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গেল বছর ফেব্রুয়ারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলেছিলেন নিজের শেষ টেস্ট। সেটিও দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে।

জাতীয় দলে তার জায়গা এখন আর পাকা নয়। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন রাজ্জাক। দেশের পক্ষে ওয়ানডেতে ২০০ উইকেটের কীর্তি গড়া প্রথম বোলার তিনি। এ ছাড়া দেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের কীর্তিও তার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন