এবার বিশ্বকাপ জেতার সেরা সময়ে আছে বাংলাদেশ : সাকিব

  23-05-2019 06:13PM

পিএনএস ডেস্ক : ফরম্যাটের কারণে এবারের বিশ্বকাপকে চ্যালেঞ্জিং বলছেন সবাই। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও একমত এই কথায়। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন তিনি। তার মতে এবার বিশ্বকাপ জেতার সেরা সময়ে আছে বাংলাদেশ।

ভারতীয় সংবাদ সংস্থা ‘ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস’ এর সঙ্গে বিশ্বকাপ নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব। সদ্যই ওয়ানডে অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে রশিদ খানকে দুইয়ে ঠেলে এক নম্বরে ওঠে আসা সাকিব নিজেদের নিয়ে বলেছেন বড় আশার কথা।

সাকিব বলেন, ‘‘আমি মনে করি এই সময়ে আমাদের বিশ্বকাপ জেতার সেরা সময়। কিন্তু টুর্নামেন্টের ফরম্যাটটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি আমরা সেটি করতে পারি, অবশ্যই আমরা বিশ্বকাপের নকআউট পর্বে খেলব এবং সেখান থেকে এগিয়ে যেতে পারব। আমি বিশ্বাস করি আমরা এই সময়ে ভালো করব।’’

বাংলাদেশ ট্রফি জেতার সামর্থ্য রাখে বলেও বিশ্বাস সাকিবের, ‘‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি প্রত্যাশা করি বাংলাদেশ এই সময়ে ট্রফি জিতবে। কিন্তু স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হবে।’’

বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলকে নিজেদের ইতিহাসে সেরা দল বলা হচ্ছে। তবে এই দলে সাকিবের শঙ্কা বোলিং বিভাগ নিয়ে। টাইগার সহ-অধিনায়ক বলেন, ‘‘আমি মনে করি আমরা খুব ভালো একটি দল। তবে আমার কিছুটা শঙ্কা আছে বোলিং নিয়ে। সেটি নতুন বল এবং ডেথ বোলিং দুটি নিয়েই। তবে আমি অনেক বেশি আশাবাদী এটা আমরা কাটিয়ে উঠতে পারব।’’

অভিজ্ঞতাই দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বিশ্বাস দিচ্ছে সাকিবকে, ‘‘আমাদের অভিজ্ঞতা আছে। অনেকেই তিন থেকে চারটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এটা সবচেয়ে ভালো দিক। আমরা সবাই জানি কার কি করতে হবে। মোমেন্টামটা দ্রুত ধরতে পারাটা জরুরি। আমি আত্মবিশ্বাসী। যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা সবচেয়ে বড় বিষয়।’’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন