বুমরাহ নয়, স্টার্ককেই এগিয়ে রাখছেন ব্রেট লি

  24-05-2019 11:26AM


পিএনএস ডেস্ক: মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের পাশাপাশি বিশ্বকাপে সফল হতে চলেছেন জাশপ্রীত বুমরাও। এমনই মনে করছেন সাবেক অজি পেসার ব্রেট লি।

ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পেসারদের মধ্যে কারা সফল হবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লি এমন মন্তব্য করেন। ৪৯ ওয়ান ডেতে ৮৫ উইকেট নেওয়া বুমরা সম্পর্কে লি বলেছেন, 'কী দুর্দান্ত বোলার। ওর রেকর্ড ভালো, দারুণ ইয়র্কার আছে, সেই সঙ্গে গতিও।'

তবে তিনি এগিয়ে রাখছেন স্টার্ককেই। লি'র কথায়, 'আপনাকে মিচেল স্টার্কের উপর ভরসা রাখতেই হবে। ও কোয়ালিটি বোলার। যখন বেশি গতিতে বল করে, তখন ওকে খেলাই মুশকিল।'

২০১৫ সালে স্টার্ক বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছিলেন ২২ উইকেট নিয়ে। উইকেট পিছু মাত্র ১০ রান দিয়েছিলেন। সে রকম ফর্মেই এবার স্টার্ককে দেখতে চাইছেন লি। আরেক অজি পেসার কামিন্স সম্পর্কে লি'র মন্তব্য, 'পেস, বৈচিত্র্য, লাইন-লেংথ সব কিছুই কামিন্স দারুণ ভাবে ধরে রাখতে পারে।'

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন