জাপান-অস্ট্রেলিয়া গ্রুপে বাংলাদেশ

  24-05-2019 10:16PM

পিএনএস ডেস্ক : এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে এবারো জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে লাল-সবুজদের আরেক প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড। টুর্নামেন্টের মুল পর্বকে সামনে রেখে বৃহস্পতিবার থাইল্যান্ডের চোনবুরিতে গ্রুপিং নির্ধারেণের জন্য ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের চার দল হলো- গতবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনাম।

গতবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সরাসরি মূলপর্বে উঠেছিল। তখন মূল পর্বে নিজেদের গ্রুপে উত্তর কোরিয়ার বিপক্ষে ৯-০ গোলে হারের পর জাপানের কাছে ৩-০ ও অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশের কিশোরী দল। এবার বদলে যাওয়া ফরম্যাটের বাছাইয়ের প্রথম পর্বে চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় পর্বে রানার্সআপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন