বোল্টের তোপে ব্যাটিং বিপর্যয়ে ভারত

  25-05-2019 05:23PM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দলীয় সংগ্রহ ৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন ৪ ব্যাটসম্যান।

শনিবার ইংল্যান্ডের লন্ডন ওভালের কেনিংসটনে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান।

প্রথমে ব্যাট করতে নেমে কিউকিই পেসার টেন্ট্র বোল্টের তোপের মুখে পড়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া রোহিত ফেরেন মাত্র ২ রান করে।

রোহিত আউট হওয়ার ঠিক পরের ওভারেই প্যাভেলিয়নে ফেরেন অন্য ওপেনার শেখর ধাওয়ান। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি।

ব্যাটিংয়ে নেমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে স্ট্যাম্প ভেঙে যায় লোকেশ রাহুলের। পরে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কোলিন ডি গ্র্যান্ডহোমের বলে সাজঘরে ফেরত যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন