বিশ্বের সবচেয়ে সেরা ধনী খেলোয়াড় মেসি

  12-06-2019 03:10PM


পিএনএস ডেস্ক: জনপ্রিয় মার্কিন ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে সেরা ধনী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। গত বছর তালিকার ২ নম্বরে ছিলেন তিনি। এ বছর তার আয়ের পরিমাণ ১২৭ মিলিয়ন ডলার। গত বছর সেরা ধনী খেলোয়াড়ের তালিকায় ১ নম্বরে ছিলেন ফ্লয়েড মেওয়েদার।

বিশ্বের সবচেয়ে সেরা ধনী খেলোয়াড়ের তালিকায় এ বছর ২ নম্বরে আছেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আয়ের পরিমাণ ১০৯ মিলিয়ন ডলার।

গত বছর সেরা ১০০ ধনী খেলোয়াড়ের তালিকায় কোনো নারী জায়গা করে নিতে পারেননি। এ বছর ৬৩তম স্থানে আছেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।

এ বছর সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন নেইমার (ফুটবল), ক্যানেলো আলভারেজ (বক্সিং), রজার ফেদেরার (টেনিস), রাসেল উইলসন (ফুটবল), অ্যারন রজার্স (ফুটবল), লেব্রন জেমস (বাস্কেটবল), স্টিফেন কারি (বাস্কেটবল), কেভিন ডুরান্ট (বাস্কেটবল)। সূত্র: ফোর্বস

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন