অস্ট্রেলিয়ার দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান

  12-06-2019 09:38PM

পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়ার দেওয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি তারা। দলীয় দুই রানের মাথায় ফখর জামানকে হারায় পাকিস্তান। রানের খাতা না খুলেই প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭ ওভার খেলে ৩৪ রান করেছে পাকিস্তান। ক্রিজে আছেন বাবর আজম ও ইমাম-উল-হক। ১৬ বল খেলে ১৬ রান করেছেন বাবর। অন্যদিকে ২৩ বল খেলে ১৭ রান করেছেন ইমাম-উল-হক।

এর আগে টনটনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৩০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের সঙ্গে ১৪৬ রানের উদ্বোধনী জুটি গড়া অধিনায়ক ফিঞ্চ ৮৪ বলে করেন ৮২ রান। এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া ওয়ার্নার ১১১ বলে ১১ চার ও এক ছক্কায় করেন ১০৭ রান। ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ার পরের ব্যাটসম্যানরা। এক ওভার বাকি থাকতে ৩০৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৭ (ফিঞ্চ ৮২, ওয়ার্নার ১০৭, স্মিথ ১০, ম্যাক্সওয়েল ২০, মার্শ ২৩, খাওয়াজা ১৮, কেয়ারি ২০, কোল্টার-নাইল ২, কামিন্স ২, স্টার্ক ৩, রিচার্ডসন ১*; আমির ১০-২-৩০-৫, আফ্রিদি ১০-০-৭০-২, হাসান ১০-০-৬৭-১, ওয়াহাব ৮-০-৪৪-১, হাফিজ ৭-০-৬০-১, মালিক ৪-০-২৬-০)

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন