ভারতকে হারাতেই হবে: ইমাম-উল-হক

  14-06-2019 09:02AM


পিএনএস ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ইংলন্ড বিশ্বকাপে রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফের দ্বৈরথ চিরপ্রতিদ্বন্দ্বীদের। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারার পরে পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক জানিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে ভারত শক্তিশালী হলেও তাদের হারাতে মরিয়া পাকিস্তান দল।

কারণ, চার ম্যাচে ইতিমধ্যেই দু’টি হেরেছে পাকিস্তান। বৃষ্টিতে ভেস্তে গেছে একটি ম্যাচ। এবার ভারতকে হারাতে না পারলে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে সরফরাজ আহমেদের দলের কাছে।

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পরে ইমাম বলেছেন, ‘‘এখন থেকে সব ম্যাচই আমাদের কাছে মরণ-বাঁচন লড়াই। মানছি ভারত কঠিন প্রতিপক্ষ, কিন্তু ওদের হারাতেই হবে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। সেটাই আমার অনুপ্রেরণা। শুনেছি ম্যানচেস্টারে প্রচুর পাকিস্তানি সমর্থক রয়েছেন। আশা করছি, তারা মাঠ ভরিয়ে দেবেন। এই ম্যাচটি নিয়ে প্রচুর উত্তেজনা থাকে কিন্তু আমাদের সে সব নিয়ে ভাবলে চলবে না। কীভাবে জিততে পারি তা নিয়ে ভাবতে হবে।’’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন