ভারত-পাকিস্তান ২ দেশের হয়ে খেলেছেন যে ৩ জন

  15-06-2019 02:52PM


পিএনএস ডেস্ক: ঘটনাটা বিরল। ভারত-পাকিস্তান এই দুই দেশের মধ্যে চরম বৈরিতা, সেই ভারত ও পাকিস্তান দুটি দেশের হয়েই ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটার আছেন তিন জন। তারা হলেন আমির ইলাহি, গুল মহম্মদ ও আব্দুল হাফিজ কার্দার। এই তিন জনের কেউই অবশ্য আজ আর বেঁচে নেই।

আমির ইলাহি ভারতের হয়ে ১৯৪৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলেছিলেন। পরে লাহোরে জন্ম এই ডানহাতি লেগ স্পিনার ১৯৫২-৫৩ সালে পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট খেলেছিলেন।

বাঁ হাতি ব্যাটসম্যান ও মিডিয়াম পেসার গুল মোহম্মদ ভারতের হয়েই বেশি খেলেছিলেন। আটটি ম্যাচে। পাকিস্তানের হয়ে খেলেছিলেন একটি টেস্ট ১৯৫৬ সালে। অসাধারণ ফিল্ডার হিসেবেই তার পরিচিতি ছিল। তিনি ১৯৫১-৫২ সালে ভারতের হয়ে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধেও টেস্ট খেলেছিলেন।

আব্দুল হাফিজ কার্দার ভারতের হয়ে ১৯৪৬-১৯৪৮ সালে ভারতের হয়ে খেলার পর পাকিস্তানের টিমে যোগ দেন। পাকিস্তান ক্রিকেট টিমের তিনিই প্রথম সরকারি অধিনায়ক। পাকিস্তানের হয়ে টানা ১০ বছরে ২৬ টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন