সরফরাজদের জন্য ইমরানের তিন পরামর্শ

  16-06-2019 03:45PM


পিএনএস ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে সরফরাজদের পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি তার টুইটার পেজে পোস্ট করেন, ‘ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সকল ভয়ভীতি মন থেকে সরিয়ে রাখতে হবে। কারণ ভয়ই ম্যাচে নেতিবাচক প্রভাব ফেলবে, যা ম্যাচে রক্ষণশীল ও ভুলে প্রতিপক্ষকে এগিয়ে দেবে। এটাই সরফরাজ এবং পাকিস্তান দলের জন্য আমার পরামর্শ।’

ইমরান খান তার টুইটার পেজে সিরিজ পোস্ট করেন। তার মধ্যে সরফরাজদের জন্য তিনটি পরামর্শ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের তিন পরামর্শ:
১. জেতার মনমানুষিকতা নিয়ে খেলতে হবে সরফরাজদের। বিশেষ করে দলের স্প্যাশালাইস্ট ব্যাটসম্যান ও বোলারদের। কারণ চাপের মুখে পারফর্ম করা কঠিন।’
২. বৃষ্টির কারণে উইকেট যদি স্যাঁতস্যাতে না থাকে। তাহলে সরফরাজকে টসে জিতে আগে ব্যাটিং নিতে হবে।
৩. শেষ পরামর্শ, যদিও ভারত আজকের ম্যাচে ফেবারিট, তারপরও তাদের বিপক্ষে মাঠে নামার আগে ভয়কে দূর করতে হবে।

ম্যাচে সেরাটা দিতে হবে। এবং লড়াই করতে হবে। ম্যাচের ফল যা হয় হবে। তা দেখা যাবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন