‘দেশ তোমাদের সঙ্গে আছে’, সরফরাজকে ফোন পিসিবি প্রধানের

  20-06-2019 09:49AM


পিএনএস ডেস্ক: ভারতের কাছে হার। দলের দৈন্যদশা প্রকাশ্যে এসে পড়েছে। পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস তলানিতে। সরফরাজ আহমেদ সতীর্থদের কড়া বার্তা দিয়ে বলেছেন, বাকি চার ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে। না হলে দেশে ফিরে জনরোষের মুখে পড়তে হবে।

এই পরিস্থিতিতে সরফরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তিনি সরফরাজকে আশ্বস্ত করে বলেছেন, ‘‌গোটা দেশ তোমাদের সঙ্গে রয়েছে। বাকি ম্যাচে ভাল খেলার চেষ্টা করো। ভিত্তিহীন খবরকে গুরুত্ব দিও না। মাথা ঠাণ্ডা রাখো। ঠিকঠাক নেতৃত্ব দাও।’

ভারত ম্যাচ হেরে পাকিস্তান একেবারে কোণঠাসা। ৫ ম্যাচে পেয়েছে মাত্র তিন পয়েন্ট। ২৩ জুন পাকিস্তানের পরবর্তী খেলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। একটা বিতর্ক থামানোর চেষ্টা হলেও নতুন বিতর্কও দেখা দিয়েছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ইন্তিখাব আলম প্রশ্ন তুলেছেন, পিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হকের ইংল্যান্ডে থাকা নিয়ে। তার বক্তব্য, ‘‌দল নির্বাচনের পর পুরো দায়িত্ব এসে পড়ে অধিনায়ক ও কোচের উপর। তারাই ঠিক করেন দলে প্রথম ১১ জন কে হবেন । তাহলে ইনজামাম উল হক ইংল্যান্ডে কী করছে?‌ পিসিবি কেন চুপচাপ রয়েছে?’

পিসিবি'র পাশাপাশি পাক টিম ম্যানেজমেন্টকে তোপ দেগে ইন্তিখাব বলেছেন, ‘‌বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্ট ঠিকঠাক পরিকল্পনাই করতে পারেনি। প্রতি দলের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা দরকার হয়। এই পরিকল্পনা পাকিস্তান দল করেছে বলে মনে হয় না।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন