বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে ধাওয়ানের আবেগতাড়িত বার্তা

  20-06-2019 11:28AM


পিএনএস ডেস্ক: শিখর ধাওয়ানের বিশ্বকাপ অভিযান শেষ। বুড়ো আঙুলে চোটের কারণে ফিরে আসছেন ভারতের বাঁ হাতি উদ্বোধনী এই ব্যাটসম্যান। তার হঠাৎ বিদায়ে হতাশ ভারতের ক্রিকেটভক্তরা। ভক্তদের এমন ভালবাসায় আপ্লুত শিখর। ভিডিও বার্তায় তিনি জানান, ছেলেরা ভাল খেলছে। বিশ্বকাপ এনো তোমরা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট গতকাল বুধবার জানায়, বিশ্বকাপে শিখরের সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ। চোট পুরোপুরি সারতে মাঝ জুলাই পর্যন্ত গড়িয়ে যাবে। আর সেই খবরে রীতিমতো ভেঙে পড়েছেন ভারতের ক্রিকেটভক্তরা। শিখরকে ছাড়া ভারতের উদ্বোধনী জুটি ভাবা যাচ্ছে না। ফর্মেও ফিরেছেন ধাওয়ান। ক্রিকেটভক্তদের এমন ভালবাসা পেয়ে ধন্যবাদ জানালেন শিখর ধাওয়ান।

ভিডিও বার্তায় আবেগতাড়িত হয়ে শিখর বললেন,''আপনাদের ভালবাসায় আপ্লুত। বুড়ো আঙুলে চোটটা সারল না। দেশের হয়ে খেলতে চেয়েছিলাম। সুস্থ হওয়ার জন্য দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। সুস্থ হয়ে পরের সিরিজে ফিরে আসব। ছেলেরা ভাল খেলছে। বিশ্বকাপ এনো তোমরা। সবাইকে ধন্যবাদ। ভালবাসা নিও''।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন