অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেককে নিয়েও অনিশ্চয়তা

  20-06-2019 11:48AM


পিএনএস ডেস্ক: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার মিশনে এই ম্যাচটিকে মরণ লড়াই হিসেবেই নিয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে টাইগাররা। পিঠের চোটে এই ম্যাচে মোহাম্মদ সাইফ উদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। একই সঙ্গে অনিশ্চয়তা আছে মোসাদ্দেক হোসেনকে নিয়েও।

টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। মোসাদ্দেক খেলতে না পারলে এবারের আসরে প্রথম ম্যাচ খেলার সুযোগ পাবেন সাব্বির রহমান।

কিন্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে প্রথম সাত ব্যাটসম্যানের চারজনই বাঁহাতি, ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, শন মার্শ, অ্যালেক্স কেয়ারি। অফ স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাই আরেকজন বিকল্প প্রয়োজন। ফলে মোসাদ্দেকের চোট দলের জন্য বড় দুর্ভাবনা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন