একাদশে যে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ!

  20-06-2019 01:14PM

পিএনএস ডেস্ক : পিঠের পুরোনো ব্যথাটা আবারও সামনে এলো। উইন্ডিজের বিপক্ষে বল করতে গিয়ে সেটি টের পেলেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখেও তাই বুধবার অনুশীলন করতে পারেননি সাইফ। তাই আজ সাইফুদ্দিনের একাদশে থাকার সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো একাদশে দেখা যেতে পারে রিভার্স সুইং তারকা রুবেল হোসেনকে।

এদিকে ফিটনেস সমস্যায় পড়েছেন আরেক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। শতভাগ ফিট না থাকায় আজ মোসাদ্দেকের জায়গায় একাদশে ঢুকতে পারেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে মাশরাফি বাহিনী।

বিসিবি সূত্রে জানা গেছে, দলে সহজে পরিবর্তন আনতে রাজি নয় বোর্ড তথা নির্বাচকেরা। সাইফুদ্দিন ও মোসাদ্দেকের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। ন্যূনতম খেলার মতো অবস্থায় থাকলেও উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন/রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, গ্রুপ পর্বের ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। সমান ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে ভারত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন