শেষ চারে উঠতে ভারতকে মরণ কামড় দিতে পারে বাংলাদেশ: কার্তিক

  25-06-2019 03:28PM


পিএনএস ডেস্ক: আগামী ২ জুলাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহ্যামের ঐতিহাসিক এজবাস্টনে গড়াবে ম্যাচটি। টাইগারদের মতো মেন ইন ব্লুদের কাছেও বেশ গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিকের ধারণা, সেরা চারে জায়গা করে নিতে ভারতকে মরণ কামড় দিতে পারে বাংলাদেশ।

২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বে পরাজিত হয় ভারত। তাতে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে রাহুল দ্রাবিড় বাহিনী। এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে অবশ্য সেমির রেসে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া।

তবু বাংলাদেশ ম্যাচের আগে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন কার্তিক। ২০১৯ বৈশ্বিক টুর্নামেন্টে সাত ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন লাল-সবুজ জার্সিধারীরা।

দারুণ ছন্দে থাকা তাদের নিয়ে ভারতীয় সাবেক এ লেগ স্পিনার বলেন, ক্রিকেটে অদ্ভুত বিষয় ঘটে থাকে। আপনি জানেন না, কি হতে যাচ্ছে। যেকোনো কিছুই হতে পারে। সেকেন্ড ফাইনালে যাওয়ার জন্য ভারতকে মরণ কামড় দিতে পারে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নতির পথে। এটিই তাদের অনুপ্রেরণা। আর এর আগে বিশ্বকাপে ভারতকে হারিয়েছেন টাইগাররা। আমি বলছি না, টিম ইন্ডিয়া বিপদে আছে। আমি বলছি, ভারতকে সতর্ক থাকত হবে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন