সাকিবের চোখ ধাঁধানো পারফম্যান্স নিয়ে যা বলল পাকিস্তানের ‘ডন’ পত্রিকা

  25-06-2019 03:59PM


পিএনএস ডেস্ক: বিশ্বকাপে সোমবার আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬২ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ২০০ রান তুলতেই অলআউট হয়ে যায়।

বাংলাদেশের এই অসাধারণ জয়ে ব্যাটিং-বোলিং উভয়ক্ষেত্রে দুর্দান্ত অবদান রেখেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন পারফম্যান্সের পর বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন সাকিব।

সাকিবের চোখ জুড়ানো পারফম্যান্সে ভূয়সী প্রশংসা করেছে পাকিস্তানের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘দ্য ডন’। পত্রিকাটি প্রিন্ট এডিশনে শিরোনাম দিয়েছে, “বাংলাদেশের জন্য সেমির আশা বাঁচিয়ে রাখল অলরাউন্ডার সাকিব”।

পত্রিকাটি প্রতিবেদনে উল্লেখ করে, “সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড পারফম্যান্স আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের দুর্দান্ত জয় এনে দিয়েছে বাংলাদেশকে। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।”

এতে বলা হয়, “ব্যাট হাতে সাকিবের ৫১ রানের ইনিংসের সুবাদে আফগানিস্তানকে ২৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর দিতে সক্ষম হয়। আর এই রান সাকিবকে আবারও চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ আসন এনে দেয়।”

“এরপর বল হাতে জ্বলে স্বমহিমায় উঠেন ৩২-বছর বয়সী সাকিব। তার ক্যারিয়ার সেরা ওডিআই বোলিং ফিগার (৫/২৯) ভেঙে চুরমার করে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ,” প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, “সাকিব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার, যিনি একই ম্যাচে ফিফটি হাঁকানোর পর ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং প্রথম এই কৃতিত্ব অর্জন করেন।”

প্রতিবেদনে বলা হয়, “বিশ্বকাপে এবার ১০টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান পঞ্চমে। যারা ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছে। তাছাড়া পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বাংলাদেশের চেয়ে মাত্র ১ বেশি। তারা আজ মঙ্গলবার শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। আর গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।”

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন