বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

  27-06-2019 06:24AM



পিএনএস ডেস্ক: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম। পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির করার মধ্য দিয়ে ভারতীয় অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যান।

এবারের বিশ্বকাপে সবশেষ ছয় ম্যাচে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে ৩৩৩ রান সংগ্রহ করেছেন বাবর আজম। আর চার ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৪৪ রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি।

তবে এবারের বিশ্বকাপে সাত ম্যাচে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫০০ রান নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

সমান ম্যাচে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৪৯৬ রান নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এক ম্যাচ কম খেলে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৪৭৬ রান নিয়ে তিন নম্বরে সাকিব আল হাসান।

তবে বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রান করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৪৬ ম্যাচে ১ হাজার ৭৪৩ রান করেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৭ ম্যাচে ১ হাজার ৫৩২ রান করেন কুমার সাঙ্গাকারা।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন