শুরুতেই গাপটিলকে ফেরালেন বুমরাহ

  09-07-2019 04:31PM

পিএনএস ডেস্ক : ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবণা আছে। সেমিফাইনালের লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। ওল্ড ট্রাফোর্ডে তাই ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় পেসারদের সামনে শুরুতে সুবিধা করতে পারেনি তারা। শুরুতেই বুমরাহর বলে ফিরে গেছেন গাপটিল।

নিউজিল্যান্ড ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৮ রান। মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে ফিরে গেছেন। ব্যাটে আছেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলাস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই ম্যানচেস্টারের আকাশ মেঘাচ্ছন্ন। তবে ঠান্ডা নেই তেমন। নেই জোরে বাতাসও। আকাশে মেঘ থাকায় শুরুতে পেসাররা উইকেট থেকে সুবিধা পাবেন। তবে পরে বৃষ্টি নামলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। পরে ব্যাটিং করে তাই ওই অনিশ্চয়তার মধ্যে পড়তে চায় না নিউজিল্যান্ড।

ভারত এ ম্যাচে ব্যাটিং শক্তি বাড়িয়ে একাদশ সাজিয়েছে। দলে তাই রবিন্দ্র জাদেজাকে নেওয়া হয়েছে। এছাড়া তার বাঁ-হাতের অফস্পিন তো আছেই। দলে সুযোগ পেয়ে দারুণ বোলিং করা মোহাম্মদ শামি নেই একাদশে। খেলছেন ভুবনেশ্বর কুমার। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল আছেন দলে। নেই চায়নাম্যান কুলদীপ যাদব। তবে নিউজিল্যান্ড দলে নেই কোন চমক।

ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন