নিউজিল্যান্ডের ইনিংস শেষ না হতেই বৃষ্টি

  09-07-2019 08:00PM

পিএনএস ডেস্ক : বৃষ্টিতে বন্ধ রয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড।

আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। ম্যানচেস্টারের আকাশও ছিল মেঘলা। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ের আগেই তাই ফ্লাড লাইট জ্বালাতে হয়েছিল। বৃষ্টির বাগড়ায় খেলা না হতে পারলে রিজার্ভ ডেতে গড়াবে ম্যাচ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই ফিরতে হয় মার্টিন গাপটিলকে। জসপ্রিত বুমরাহর বলে সেকেন্ড স্লিপে বিরাট কোহলিকে ক্যাচ দেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ১৪ বল খেলে মাত্র ১ রান করেছেন গাপটিল।

ভারতীয় বোলিংয়ের শুরুটাই ছিল দুর্দান্ত। ভুবনেশ্বর কুমার ও বুমরাহ দুজনই নিজেদের প্রথম দুই ওভার মেডেন নিলেন। ভুবনেশ্বরের করা ইনিংসের তৃতীয় ওভারে এসে রানের খাতা খোলে কিউইরা। গাপটিল সিঙ্গেল নেন। কিন্তু পরের ওভারেই তার ফেরা বুমরাহর শিকার হয়ে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসন লড়াই করলেন। ৬৭ রানের ইনিংস খেলে ভারতীয় বোলারদের তৃতীয় শিকার হয়ে ফিরেছেন তিনি। তার আগে আরেক ওপেনার হেনরি নিকোলস ২৮ রান করেন।

বৃষ্টিতে খেলা থামার আগে রস টেইলর ৬৭ রানে অপরাজিত ছিলেন। টম ল্যাথাম ৩ রান নিয়ে তার সঙ্গী

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন