ফাইনালের টিকেট মূল্য ১৭ লক্ষ টাকা!

  13-07-2019 03:06PM

পিএনএস ডেস্ক : রাত পোহালে পর্দা নামছে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের। বিশ্ব পেতে যাচ্ছে নতুন এক ক্রিকেট চ্যাম্পিয়ন। ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড কারা প্রথমবারের মত স্বাদ গ্রহন করবেন বিশ্বকাপের। আর দুই দলের এই লড়াইয়ের টিকেট মূল্য টাও থাকছে আকাশ সমান।

বিশ্বকাপ ফাইনালের টিকেট অনলাইনে আগেই দেওয়া হয়েছিল। তবে সেটা কিনতে পারেননি সাধারন ক্রিকেট ভক্তরা। সে কারণেই এখন কিনা তাদের চওড়া দামে কিনতে হচ্ছে টিকেট। আইসিসি থেকে টিকেট আগেই কিনে নিয়েছিল বেশ কিছু ব্যক্তিগত প্রতিষ্ঠান। যারা এখন আগের মুল্যের চাইতে ডাবলেরও বেশি দামে টিকেট বিক্রি করছে।

লর্ডসের ফাইনালে বড়দের সবচেয়ে সস্তা টিকিটের দাম ধরা হয়েছিল ৯৫ পাউন্ড (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১১ হাজার ২৫৩ টাকা)। কিন্তু সেই টিকেটের সর্বনিম্ন মূল্য এখন প্রায় সাড়ে ১৪ লক্ষ্য টাকা অন্যদিকে ভিআইপি টিকেটের মূল্য প্রায় ১৭ লক্ষ্য টাকা দরে বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো। তবে টিকেট কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্হা নেওয়ার হুশিয়ারি দিয়েছে আইসিসি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন