সারারাত জেগে থাকতে তৈরি নিউজিল্যান্ড

  14-07-2019 11:59AM


পিএনএস ডেস্ক: লর্ডসের বাইশ গজে ইংল্যান্ডের সঙ্গে যখন কেন উইলিয়ামসনরা প্রথমবার বিশ্বকাপ জেতার জন্য লড়াই করবেন, নিউজিল্যান্ডে তখন গভীর রাত। ভৌগোলিক কারণেই নিউজিল্যান্ডে যখন মাঝরাত, তখন শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। কিন্তু রাতের ঘুম কাবু করতে পারছে না কিউয়িদের।

আজ রবিবার নিজের দলের জয় দেখতে সারা রাত জাগতে প্রস্তুত নিউজিল্যান্ড। ফাইনালের আগে কিউয়ি কোচ গ্যারি স্টেড পর্যন্ত এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, 'আশা করছি, দেশের মানুষ রাত জেগে আমাদের খেলা দেখবে এবং জয়ের জন্য প্রার্থনা করবে।'

এখানেই শেষ নয়, সুদূর নিউজিল্যান্ড থেকে রাত জেগে ম্যাচ দেখার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেখানকার পানশালাগুলো সারা রাত খোলা থাকবে বলেও শোনা গেছে। শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডে যা বেশ বেমানান।

আসলে এবার কিউয়িরা একটু বেশিই মরিয়া। গতবার ফাইনালে মেলবোর্নে বিশ্বকাপ হারের যন্ত্রণা ভুলতে মরিয়া। সে দেশের ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসনও টিমকে উৎসাহ জানাতে থাকছেন ম্যাচে। সব মিলিয়ে লর্ডসে কিউয়িদের জন্য রাতকে দিন বানানোর সব পরিকল্পনাই করে রেখেছে অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন