বিশ্বকাপ ফাইনাল: আবহাওয়ার পূর্বাভাস যা বলছে!

  14-07-2019 02:04PM

পিএনএস ডেস্ক : দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আবহাওয়া রিপোর্ট বলছে, নির্বিঘ্নেই মাঠে গড়াবে ফাইনালি লড়াই।

লর্ডসের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে রাত পর্যন্ত আকাশে হালকা মেঘ থাকবে। তবে তা বর্ষণের আশঙ্কা শূন্যের কোঠায়। তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই বাগড়া দিয়ে আসছে বৃষ্টি। টুর্নামেন্ট শুরুর পর এখন পর্যন্ত ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এক আসরে যা সর্বোচ্চ ম্যাচ বাতিলের রেকর্ড। ফাইনালেও বৃষ্টির শঙ্কা ছিল। তবে সুসংবাদ দিল আবহাওয়া।

ক্রিকেটের মেগা ইভেন্টের প্রথম সেমিফাইনালেও হানা দেয় বৃষ্টি। ফলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে। বৃষ্টিবিঘ্নিত দুই দিনব্যাপী সেমিতে ভারতকে নাটকীয়ভাবে ১৮ রানে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।

অপর ‘সেমিযুদ্ধে’ বৃষ্টি না হলেও পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই তাদের পর্যুদস্ত করে ৮ উইকেটে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লেখায় ইংল্যান্ড। ফলে নতুন বিশ্বচ্যাম্পিয়নের অপেক্ষায় কোটি ক্রিকেটপ্রেমী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন