জুয়ায় মত্ত সুজন!

  29-07-2019 07:30PM

পিএনএস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই গতকাল বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো শ্রীলঙ্কান ক্রিকেট টিম। এতে টানা ৪৪ মাস পর ঘরের মাটিতে সিরিজ জিতলো লঙ্কানরা।

এদিকে বাংলাদেশ দল অতিক্রম করছে অন্যতম বাজে সময়। ২০১৭ সালের পর টানা চার ওয়ানডেতে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওয়ানডেতে দাঁড়াতেই পারেনি তামিমরা। বাংলাদেশ দলের এই বাজে সময়ে নির্ভার ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। সিরিজ হেরে টাইগার কোচ সুজনকে দেখা গেল শ্রীলঙ্কার এক ক্যাসিনোতে জুয়ায় মত্ত।

বিশ্বকাপ শেষে স্টিভ রোডসের সাথে সম্পর্কচ্ছেদ করে বিসিবি। এরপর শ্রীলঙ্কা সফরের আগে অন্তর্বতী কোচ করা হয় বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। যদিও সুজন বলেছিলেন, দীর্ঘমেয়াদী কোচ না বানালে দায়িত্ব নিবেন না তিনি। প্রথম দুই ম্যাচে নাকানি-চুবানি খেয়ে সিরিজ হেরেছে বাংলাদেশ। ৩১ তারিখ শেষ ম্যাচে হোয়াইটওয়াশের সম্ভাবনাও প্রবল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সুজন ব্যস্ত কলম্বোর বেলিস ক্যাসিনোতে।

ওই ভিডিওতে দেখা গেছে, সুজন নিজের এটিএম কার্ড দিচ্ছেন ক্যাসিনোর এক নারী ওয়েটারকে। সেখানে সুজনের সাথে দেখা গেছে আরো বেশকিছু মানুষকে।

২০১৫ সালেও ক্যাসিনো-বিতর্কে জড়িয়েছেন সুজন। সেবার বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কার কাছে হতাশাজনক হারের পর ক্যাসিনোতে গিয়েছিলেন তিনি। তখন বেসরকারি এক চ্যানেলকে ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকার করেছিলেন সুজন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন