কাশ্মীর নিয়ে গম্ভীর-আফ্রিদির বাকযুদ্ধ

  06-08-2019 08:56PM

পিএনএস ডেস্ক : ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির তিক্ত সম্পর্কের কথা সবারই জানা। বিভিন্ন ইস্যুতে কথার যুদ্ধে জড়িয়ে পড়েন তারা। এবার জড়ালেন কাশ্মীর ইস্যুতে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত। এ নিয়ে ভারতীয় সরকারের সমালোচনা করেছেন পাকিস্তানের নেতারা। প্রতিবাদ করেছেন আফ্রিদিও। তিনি টুইটারে লেখেন, ‘ জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের অবশ্যই তাদের প্রাপ্য অধিকার দেয়া উচিত। আমাদের সবার মতো তাদেরও স্বাধীনতা প্রাপ্য।

জাতিসংঘ কেন সৃষ্টি হয়েছিল এবং এখন কেন এটা ঘুমাচ্ছে? বিনা প্ররোচনায় ভারতের এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সবাই মনে রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখানে মধ্যস্থতা করা উচিত।’

আফ্রিদির কথার জবাব দিতে গিয়ে গম্ভীর লেখেন, ‘আফ্রিদি ঠিকই বলেছে। এখানে বিনা প্ররোচনায় আগ্রাসন হচ্ছে। মানবতার বিরুদ্ধে অপরাধও হচ্ছে। তার অবশ্যই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। তবে সে একটা বিষয় উল্লেখ করতে ভুলে গেছে- এ সব কিছু হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। বৎস! চিন্তার কোনো কারণ নেই। আমরা এগুলোর সমাধান করবো।’

এর আগে আফ্রিদি তার আত্মজীবনীতে গম্ভীরকে ‘ক্ষুদ্র মানসিকতার লোক’ বলে অবিহিত করেন। তখনও গম্ভীর বলেছিলেন, ‘আফ্রিদিকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত।’ তাদের এই বাকযুদ্ধ কবে থামবে, কে জানে?

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন