‘বঙ্গবন্ধু না থাকলে ‘বাংলাদেশের সাকিব’ হতে পারতাম না’

  15-08-2019 04:16PM

পিএনএস ডেস্ক:আজ ১৫ আগস্ট। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশবিরোধী শক্তির হাতে সপরিবারের নিহত হন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধু স্বাধীন বাংলার স্বপ্ন না দেখলে এখনও আমরা হয়তো পরাধীন থাকতাম। পাকিস্তানিদের দ্বারা শোষিত হতে থাকতাম। তাই এই শোকের দিনে গভীর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ করছে বাঙালি জাতি।

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সোস্যাল সাইটে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি।

সাকিব লিখেছেন, ‘আমাদের মাঝে আপনি আজ না থাকলেও আপনার কথা, কাজ ও চেতনা থেকে আরও সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রেরণা পাই আমরা। আপনি যদি এই স্বাধীন বাংলাদেশের স্বপ্নটা না দেখাতেন তবে আমি 'বাংলাদেশের সাকিব' হতে পারতাম না।’

টেস্ট ও টি-২০ অধিনায়ক আরও লিখেন- ‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেই কাল রাতে নিহত হওয়া উনার পরিবারের বাকি সদস্যদেরও। আমরা শোকাহত।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন