কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মিথ

  20-08-2019 10:43AM


পিএনএস ডেস্ক: আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে টপকে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ।

সোমবার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯২২ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছেন কোহলি। তবে চলমান অ্যাশেজ সিরিজে বার্মিংহামে টানা দুই সেঞ্চুরির পর লর্ডসে ৯২ রান করা স্মিথ ৯১৩ পয়েন্ট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

ব্যাটসম্যান তালিকার শীর্ষ দশ-এ থাকা ভারতীয় অপর ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা আছেন চতুর্থ স্থানে। নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করায় র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেরও। প্রবেশ করেছেন শীর্ষ দশ-এ। চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন করুনা। দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। সামান্য উন্নতি ঘটানো ইংল্যান্ড অধিনায়ক জো রুট আছেন নবম স্থানে।

বোলার র্যাঙ্কিংয়ে অনেক পার্থক্য গড়ে সবার উপড়ে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দশম স্থানে আছেন তারই স্বদেশেী রবিচন্দ্রন অশ্বিন।

অলাউন্ডার তালিকায় সাকিব আল হাসানকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তৃতীয় স্থানে আছেন ভারতের জাদেজা।

ব্যাটসম্যান র‌্যাংকিং (শীর্ষ দশ) :
১. বিরাট কোহলি (ভারত) ৯২২ পয়েন্ট
২. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ৯১৩ ”
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৮২৭ ”
৪. চেতেশ্বর পুজারা (ভারত) ৮৮১ ”
৫. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ৭৭০ ”
৬. আইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা) ৭১৯ ”
৭. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৭১৮ ”
৮. দিুমথ করুনারত্নে (শ্রীলঙ্কা) ৭১৬ ”
৯. জো রুট (ইংল্যান্ড) ৭১০ ”
১০. ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) ৭০২ ”

বোলিং :
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ৯১৪ পয়েন্ট
২. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ৮৫১ ”
৩. জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৮২৩ ”
৪. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৮১৩ ”
৫. রবীন্দ্র জাদেজা (ভারত) ৭৯৪ ”
৬, নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) ৭৯৩”
৭. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৭৮৫ ”
৮. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) ৭০০ ”
৯. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৭০০”
১০. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৭৬৩ ”

অলরাউন্ডার :
১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৪৩৯ পয়েন্ট
২. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩৯৯ ”
৩. রবীন্দ্র জাদেজা (ভারত) ৩৮৭ ”
৪. বেন স্টোকস (ইংল্যান্ড) ৩৬৭ ”
৫. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ৩৩৯ ”
৬. ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩২৬ ”
৭. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৩২১ ”
৮. ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৬৯ ”
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৬০ ”
১০. মঈন আলী (ইংল্যান্ড) ২৪৯ ”

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন