অভিষেকেই তাইজুলের ইতিহাস

  13-09-2019 08:49PM

পিএনএস ডেস্ক : টেস্টে তাইজুল প্রতিষ্ঠিত বোলার। দীর্ঘদিন ধরে টেস্ট খেললেও টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। তাইজুল এবার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়ে ইতিহাস গড়লেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান।

বিশ্বক্রিকেটে এরকম ঘটনা আগে ঘটেছে মাত্র ১৫বার। ১৬তম বোলার হিসেবে তাইজুল নাম লেখালেন রেকর্ড বইয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই ব্রেন্ডন টেইলরকে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ চার ওভারে এক উইকেট হারিয়ে ২৩ রান। ক্রিজে আছেন আরভিন ও মাসাকাদজা।

ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলা ১৮ ওভারে

বৃষ্টির কারণে দেরি হওয়া এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সকাল থেকে বৃষ্টি হলেও এখন বৃষ্টি নেই। তবে ভেজা আউটফিল্ডের কারণে এই ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ৬টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করেন আম্পায়ার। এরপর জানানো হয়, ৭টার সময় পুনরায় মাঠ পরিদর্শন করা হবে।

পরে আবার বৃষ্টি আসলে পরিদর্শন করা সম্ভব হয়নি। শেষপর্যন্ত বৃষ্টি থামলে মাঠ পরিদর্শন করে আম্পায়ার আটটায় ম্যাচ শুরু হওয়ার কথা ঘোষণা দেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ম্যাচটি হবে ১৮ ওভারে।

বাংলাদেশে একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন