টস জিতে ফিল্ডিংয়ে জিম্বাবুয়ে

  14-09-2019 06:38PM

পিএনএস ডেস্ক:ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় টি-২০'তে আফগানিস্তানের সঙ্গে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। গতকাল বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যায় হ্যামিল্টন মাসাকাজার বাহিনীরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে জয় দিয়ে সিরিজে ফিরতে চাইবে টেইলররা। অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান রশিদ খানরা।

ছোট ফরম্যাটে আফগানিস্তান ভয়ংকর। সেটা সব দলেরই জানা। কেননা তাদের হাতে রয়েছে দুই বিশ্ব সেরা বোলার রশিদ খান ও মুজিবুর-উর-রহমান। সন্ধ্যায় ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ২০১৫ সাল পর্যন্ত দু'দল সাতটি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে সবগুলোতে আলো ছড়িয়েছেন 'কাবলিওলারা'। কেননা এখন পর্যন্ত একটি জিততে পারেনি হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে। আজের ম্যাচে হয়তো সেই জয়ে খরা কাটাতে চাইবে টেইলর-জার্ভিসরা।

আফগানিস্তান স্কোয়াড : হজরতুল্লাই জাজাই, নাজীব তারাকী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব,শফিকুল্লাহ শফিক, শরাফুদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), মুজিবুর-উর-রহমান দৌওলাত জাদরান, কারিম জান্নাত, ফারিদ মালিক, ফজল নাজাই, শহীদুল্লাহ কামাল, নাবিদ-উল-হক,রাহমানুল্লাহ গুরবাজ।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), শেন উইলিয়ামসন, নেভিলে মাদজিভা, টিনোটেন্ডা মুতোম্বোজি, টনি মুনায়েঙ্গা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস, ক্রেইগ এরভিন, ব্রেন্ডন টেইলর, টিমিসেন মারুমা, রায়ান বুরল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন