আজ ‘ফেবারিট’ আফগানরা, বাংলাদেশ ‘আন্ডারডগ’!

  15-09-2019 10:10AM

পিএনএস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ জিতেও চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে হারের ধাক্কা সামলে উঠতে পারছে না বাংলাদেশ। টেস্ট ইতিহাসে যাদের সবেমাত্র যাত্রা শুরু সেই নবীন আফগানদের বিপক্ষে ২০ বছর ধরে টেস্ট খেলে আসা বাংলাদেশ এতটা অসহায় আত্মসমর্পণ করবে সেটা হয়তো কোনও ক্রিকেটবোদ্ধাই ভাবেননি। তাই তিনজাতি টি-২০ সিরিজেও রশিদ খানদের বিপক্ষে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে সাকিব আল হাসানের দলকে।

আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখে আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মঠে নামবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে জয় পেলেও দলের পারফরম্যান্স আরও একবার দারুণভাবে ভাবিয়ে তুলেছে নির্বাচক ও বোর্ডকে। বিশেষত সিনিয়র তিন তারকা সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর বাজে পারফরম্যান্স টেস্টেও ভরাডুবির বড় কারণ ছিল।

এদিকে টি-২০ ফরম্যাটে বাংলাদেশের চেয়েও ফেবারিট ভাবা হচ্ছে আফগানিস্তানকে। কারণ সবশেষ গেল বছর আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

এরপর বিশ্বকাপ প্রত্যাশায় স্বপ্নভঙ্গ, শ্রীলঙ্কা সফরে ব্যর্থতা ও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে হারায় সাম্প্রতিক সব সমীকরণও টাইগারদের বিপক্ষে। তাই আফগানদের বিপক্ষে আজ বাংলাদেশ আজ আন্ডারডগা।

তবে সবশেষ ম্যাচে আফিফ হোসেনের দুঃসাহসী ব্যাটিং আফগানদের বিপক্ষে কিছুটা হলেও সাহস যোগাবে সাকিবদের। জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে ১৪৫ রানের লক্ষ্যে নেমে হারের পথেই ছিল বাংলাদেশ। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে খাদের অতল থেকে তুলে আনের আফিফ। তাতে শেষ পর্যন্ত মুখ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন