সাইফের ক্যারিয়ারসেরা বোলিং; আফগানদের চ্যালেঞ্জিং স্কোর

  15-09-2019 08:14PM

পিএনএস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে আজ ক্যারিয়ারসেরা বোলিং ফিগারটা পেয়ে গেলেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৩ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। অপরদিকে বাংলাদেশি বোলারদের একহাতে শাসন করেছেন মোহাম্মদ নবি। আফগান অল-রাউন্ডারের অপরাজিত ৮৪* রানের ঝড়ো ইনিংসে ভর করে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬৪ রান।

টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে রহমানউল্লাহ গুরবাজকে (০) বোল্ড করে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারেই অপর ওপেনার হজরতুল্লাহ জাজাইকে লিটন দাসের তালুবন্দি করেন অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় ওভারে আবার সাফল্য। সাইফউদ্দিনের বলে সাব্বির রহমানের তালুবন্দি হন নাজিব তারকাই (১১)। মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তান কাঁপছিল। তখন হাল ধরার চেষ্টা করেন আগের ম্যাচের তারকা নজিবুল্লাহ জারদান আর আসগর আফগান।

তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই নজিবুল্লাহকে (৫) সৌম্য সরকারের তালুবন্দি করেন সাকিব আল হাসান। ৪০ রানে ৪র্থ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু এরপরেই পাল্টা প্রতিরোধ গড়েন মোহাম্মদ নবি এবং আসগর আফগান। ব্যক্তিগত ৩১ রানে ক্যাচ দিয়েও তাইজুলের নো বলের কারণে বেঁচে যান আসগর। অবশেষে তিনি ৪০ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হলে ভাঙে ৭৯ রানের জুটি। এই তারকা পেসারের চতুর্থ শিকার গুলবাদিন নাইব (০)। ৪১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ নবি। এই অল-রাউন্ডারের ভয়ংকর ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে আফগানিস্তান। ৫৪ বলে ৩ চার ৭টি ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন নবি।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন