মর্মাহত ম্যারাডোনা

  16-09-2019 02:40PM


পিএনএস ডেস্ক: ২০১০ সালে আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর ফের স্বদেশে কোচ হিসেবে ফিরেছেন ম্যারাডোনা। তবে তার শুরুটাই হল হার দিয়ে। এতে অনুশোচনা প্রকাশ করেছেন তিনি। হারের কারণে হৃদয়ে আঘাত পেয়েছেন বলেও জানিয়েছেন ম্যারাডোনা।

গত ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার লা প্লাতার ক্লাব জিমনেসিয়ায় যোগ দেন ৫৮ বছর বয়সী এ ফুটবল কিংবদন্তী। তিনি ক্লাবটির হাল ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচে তার ক্লাব হেরে গেলো ২-১ ব্যবধানে।

ম্যাচের ৩৬তম মিনিটেই গোলরক্ষকের ভুলে গোল হজম করে বসে জিমনেসিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর ৬ মিনিট পর রেসিংয়ের জালে বল জড়িয়ে জিমনেসিয়াকে সমতায় ফেরান ম্যাতিয়াস গার্সিয়া। এর মাত্র ২ মিনিট পর সহজেই জিমনেসিয়ার জালে বল জড়িয়ে দেন ফেডেরিকো জারাচো।

রেসিংয়ের কাছে এই হারের অর্থ হচ্ছে জিমনেসিয়া মৌসুমের শুরুতে মাত্র ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছে। ২৪ দলের মধ্যে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে একেবারে তলানিতে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন