বারবার দল পরিবর্তনের কারণ জানালেন প্রধান নির্বাচক

  16-09-2019 08:48PM

পিএনএস ডেস্ক : স্বাগতিক দল হিসেবে সিরিজের মাঝপথে দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে সেই সুযোগ কতবার ব্যবহার করবেন? দুই ম্যাচ শেষে হতেই ইতিমধ্যে দুইবার দল পরিবর্তন করা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে দলে সুযোগ দেয়া হয় আবু হায়দার রনিকে। রোববার আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর সোমবার আবারও দলে পরিবর্তন আনেন নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর আগামী দুই ম্যাচের জন্য নতুন পাঁচজন ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে।

দুই ম্যাচ শেষে দুইবার দল পরিবর্তন নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘নতুন কোচ আরও কয়েকজন ক্রিকেটারকে দেখতে চেয়েছেন। সে জন্যই স্কোয়াডে এতগুলো বদল করা হয়েছে।’

দলে থাকলেও খেলার সুযোগ হয়নি আবু হায়দার রনি ও শেখ মেহেদী হাসানের। তাদের বাদ পড়ার ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার) তারা এইচপি দলের হয়ে ভারত সফরে যাচ্ছে, তাই তাদের রাখা হয়নি। যেহেতু টি-টোয়েন্টি খেলা, কাজেই বড় স্কোয়াড করার দরকার নেই।’

সদ্য ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক আমিনুল ইসলাম বিপ্লব। তরুণ এ অলরাউন্ডার প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘ওকে লেগ স্পিনার হিসেবেই দলে নেয়া হয়েছে। বেশ কয়েকদিন থেকেই এইচপিতে ওকে নার্সিং করা হচ্ছিল।’

প্রসঙ্গত, শেখ মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দারের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন, শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব, নাইম শেখ ও নাজমুল হোসেন শান্তর। যেখানে মিশু ইনজুরিতে পড়লেও কোনো ম্যাচ না খেলিয়েই কেন বাকি ক্রিকেটারকে বাদ দেয়া হল আগামী দুই ম্যাচের স্কোয়াড থেকে, এ নিয়ে প্রশ্ন উঠেছে দল ঘোষণার পরই।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন