ক্লাব পাশে না থাকলে সরে যাব: জিদান

  22-09-2019 01:29PM


পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদ তিন গোলে হেরেছে পিএসজি'র কাছে। তারপর থেকেই কোচ জিনেদিন জিদানকে সরানোর দাবি তুলেছে রিয়াল মাদ্রিদ ভক্তদের একটা অংশ। প্রশ্ন উঠেছে, ফরাসি কোচের স্ট্র্যাটেজি নিয়ে।

এর আগেও রিয়াল থেকে সরতে হয়েছিল জিদানকে। পরে আবার তাকে ফেরানো হয়। এবারের রিয়াল-জিজু মধুচন্দ্রিমা কত দিন স্থায়ী হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যেই রবিবারের লা লিগা ম্যাচের আগে জিদান বললেন, ‘‘কখনওই মনে করি না যে ভুল রণনীতির জন্য পিএসজি'র কাছে হেরেছে দল। ক্লাব পাশে আছে। সবাই উৎসাহই দিয়ে যাচ্ছে। যখন বুঝব ক্লাব চাইছে না, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে চলে যাব। আমাকে বলতে হবে না।’’

সঙ্গে যোগ করেছেন, ‘‘ছেলেদের একটু সময় দিতে হবে। গতবার মাঝপথে দায়িত্ব নিয়েছিলাম। এবার দল সাজানোর পরে চোট-আঘাত নিয়ে সমস্যা হয়েছে। আমি হাল ছাড়ার লোক নই। চেষ্টা করে যাব।’’ রবিবার সেভিয়ার বিরুদ্ধে খেলা রিয়ালের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন