ভারতকে হারে সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকা

  23-09-2019 12:15PM

পিএনএস ডেস্ক: ব্যাট হাতে নেমে আক্ষরিক অর্থেই দলকে নেতৃত্ব দেন নতুন দক্ষিণ আফ্রিকীয় অধিনায়ক কুইন্টন ডি কক। পাঁচটি ওভারবাউন্ডারি এবং ছয়টি বাউন্ডারির সাহায্যে অনায়াসে দলকে জয় এনে দেয় তার ব্যাট। ৯ উইকেটে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও ১-১ করতে সফল তারা।

রোববার (২২ সেপ্টেম্বর) চিন্নাস্বামীতে কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতেই ব্যর্থ ভারতীয় বোলাররা। ব্যাঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে ১৩৫ রানের টার্গেট একেবারেই কঠিন টার্গেট ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে ভারত। ওপেনার শিখর ধাওয়ান (৩৬) ছাড়া বলার মতো রান পাননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই। অধিনায়ক বিরাট কোহলি (৯), রোহিত শর্মা (৯) দুই জনেই ব্যর্থ।

১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম উইকেটের জুটিতেই ৭৬ রান ওঠে দক্ষিণ আফ্রিকার। ক্যাপ্টেন কোহলির অসাধারণ ক্যাচে হেনড্রিক্স (২৮) প্যাভিলিয়ানে ফিরলেও প্রোটিয়াদের জয় আটকায়নি তাতে। ৫২ বলে ৭৯ রান করে দলকে জেতান ডি কক। তিন নম্বরে নামা বাভুমা অপরাজিত থাকেন ২৭ রানে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন