শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

  29-09-2019 05:06PM

পিএনএস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ মুহুর্তের গোলে হেরে গেল বাংলাদেশে। রবিবার (২৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বেলা পৌনে ৩টায়। খেলার ৯০ মিনিটের সময় বাংলাদেশী গোলকিপারকে বোকা বানিয়ে জয়োৎসব করে ভারত। এতে করে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হল দেশটি

প্রথমার্ধেই গোল পায় ভারত। ম্যাচের বয়স যখন ১১ মিনিট তখন দলকে এগিয়ে নেয়ার গোলটি করেন বিক্রম। বিরতির আগমুহূর্তে ৪০ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন। দ্বিতীয়ার্ধে একেবারে শেষ সময়ের গোল চ্যাম্পিয়ন হয় ভারত।

যোগ করা সময়ে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। রেফারির শেষ বাঁজি বাজার সঙ্গে সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ভারতীয় যুবারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন