পাকিস্তান সফর নিয়ে যা ভাবছে বিসিবি

  29-09-2019 09:27PM

পিএনএস ডেস্ক : এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, পরের ওয়ানডেও একদিন পিছিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বহু প্রতীক্ষার ওয়ানডে সিরিজটা তাই শুরু হতে হতেও হয়নি। তাতে অবশ্য পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা কমছে না। বরং শ্রীলঙ্কার পথ ধরে বাংলাদেশ ক্রিকেট দলেরও পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ওপর। শিগগিরই নিরাপত্তা পর্যবেক্ষণ পাঠানো হবে বলে জানিয়েছে বিসিবি।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা এখন পাকিস্তান সফর করছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলেরও পাকিস্তান সফর করার কথা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের প্রশ্নের মুখে সে সফরের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আইসিসির বর্তমান এফটিপি (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) অনুযায়ী আমাদের পাকিস্তানে একটি সফর করার কথা। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। পাকিস্তান সাধারণত দুবাই বা অন্য কোথাও ঘরের মাঠের খেলা ফেলে। শ্রীলঙ্কা অবশ্য এখন পাকিস্তান সফর করছে।’

সাকিব-মুশফিকদের পাকিস্তান সফর নিয়ে একটু পরে চিন্তা করলেও চলত বিসিবির। কিন্তু এই অক্টোবরেই অনূর্ধ্ব-১৭ দল ও বাংলাদেশ নারী জাতীয় দল পাকিস্তান সফর করবে। তাই পাকিস্তান সফর ও নিরাপত্তা প্রসঙ্গ আলোচনায় আসছে এখনই। বিসিবির প্রধান নির্বাহী জানিয়ে দিয়েছেন খুব শিগগিরই নিরাপত্তা পর্যবেক্ষণ দল পাঠানোর কথা, ‘সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই আমরা আশা করছি খুব শিগগিরই একটা নিরাপত্তা পর্যবেক্ষণ দল ওই দেশে সফর করবে।’

নিরাপত্তা পর্যবেক্ষণ দলের সবুজ সংকেত পেলেই পাকিস্তান সফর নিয়ে এগোতে পারবে বোর্ড। সে ক্ষেত্রে চলমান শ্রীলঙ্কা দলের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করা হতে পারে বলেও জানিয়েছেন নিজামউদ্দিন। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত সব সিদ্ধান্ত বাংলাদেশের সরকার নেবে বলেই জানালেন প্রধান নির্বাহী,‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সঙ্গে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন