টি-টোয়েন্টিতে এলিট ক্লাবে শোয়েব মালিক

  07-10-2019 05:23PM

পিএনএস ডেস্ক:টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়লেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় রান করার দিক দিয়ে চার নম্বরে উঠে এলেন এ অলরাউন্ডার।

রবিবার (৬ অক্টোবর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৩২ রান করার সুবাদে অভিজাত ক্লাবে নাম লেখান তিনি।

এবারের সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন শোয়েব। দলটির অধিনায়কও তিনি। এদিন এ রানের সুবাদে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৯ হাজার রানের গণ্ডি অতিক্রম করেন পাক তারকা। বর্তমানে তার সংগ্রহ ৯০১৪ রান।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান ক্যারিবীয় দানব ক্রিস গেইলের। সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৬ ম্যাচ খেলে ১৩০৫১ রান করেছেন তিনি। এ পথে ২২টি সেঞ্চুরি ও ৮০টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ইউনিভার্স বস।

একনজরে প্রথম চারে কারা

১. ক্রিস গেইলের ৩৮৬ ম্যাচে ১৩০৫১ রান
২. ব্রেন্ডন ম্যাককালামের ৩৬৪ ম্যাচে ৯৯২২ রান
৩. কাইরন পোলার্ডের ৪৪২ ম্যাচে ৯৭৫৭ রান
৪. শোয়েব মালিকের ৩৩৫ ম্যাচে ৯০১৪ রান

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন