পাঞ্জাব একাদশের কোচ হলেন কুম্বলে

  11-10-2019 05:04PM

পিএনএস ডেস্ক : আইপিএলের ২০২০ আসরের কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক তারকা স্পিনার ও কোচ অনিল কুম্বলে।

আগস্টে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দুই বছরের চুক্তির মাঝামাঝিতে কোচের দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের মাইক হেসন। তার উত্তরসূরি হিসেবে পাঞ্জাবের নেবেন কুম্বলে।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কুম্বলে। তবে আইপিএলে এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আইপিএলে শুরুর দিকে খেলেছিলেন কুম্বলে। এরপর ফ্র্যাঞ্জাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টরের দায়িত্বও পালন করেন কুম্বলে।

ষষ্ঠস্থানে থেকে ২০১৯ সালের আইপিএল শেষ করেছিল পাঞ্জাব একাদশ। আগের মৌসুমে সপ্তম হয়েছিল দলটি। কুম্বলের হাত ধরে ফ্র্যাঞ্চাইজিটি ভালো কিছু করবে বলে প্রত্যাশা সবার।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন