এবার নেপালকে হারাল বাংলাদেশের কিশোরীরা

  12-10-2019 03:00PM


পিএনএস ডেস্ক: এবার নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। এর আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে আসর শুরু করেছিল দলটি।

গতকাল শুক্রবার ভুটানে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল উপহার দেয় বাংলাদেশের কিশোরীরা। বেশ কয়েকটি দারুণ আক্রমণ করেছেন। যার ফলে মাত্র ১২তম মিনিটে দারুণ গোলে বাংলাদেশকে এগিয়ে সেন শাহেদা আক্তার। এরপর ২৬তম মিনিটে দলকে আরো এগিয়ে নেন শামসুন্নাহার।

প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল পায়নি বাংলাদেশ। তবে ৬৩তম মিনিটে একটি গোল শোধ করে নেপাল। অবশ্য এরপর নেপালকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশের কিশোরীরা।

নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ১৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। লিগ-ভিত্তিক এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দলই খেলবে ফাইনালে। এর আগে ২০১৫ সালের আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন