সুপার ওভারের নিয়ম বদল

  14-10-2019 11:42PM

পিএনএস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা, সমালোচনা চলে এখনো। বিশেষ করে সুপার ওভার নিয়ে। ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যেকার ফাইনালটির নির্ধারিত ওভারের লড়াই টাই হয়েছিল। এরপর সুপার ওভারে গড়ায় খেলা। সেখানেও দুই দলের রান সমান হলে নিয়ম অনুযায়ী বাউন্ডারির হিসেব আসে। ইংল্যান্ড সেখানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয়ে যায়।

তবে এখন থেকে আইসিসির ইভেন্টে সুপার ওভার টাই হলে আর বাউন্ডারির হিসেবে থাকবে না। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে সুভার ওভার টাই হলে একাধিক সুপার ওভার থাকবে। সোমবার দুবাইয়ে আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।

আইসিসি ক্রিকেট কমিটির প্রধান অনিল কুম্বলের দেওয়া সুপারিশ এদিন অনুমোদন দেয় নির্বাহী কমিটি। টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে এই নিয়ম থাকবে। জয় পরাজয় নির্ধারণ না হলে দুটির বেশি সুপার ওভারও হতে পারে। অর্থাৎ ম্যাচের ফল নির্ধারণ হতে হবে রান কম-বেশির হিসেবেই। গ্রুপ পর্বের ম্যাচে সুপার ওভার টাই হলে ম্যাচ টাই হিসেবে বিবেচিত হবে।

এদিকে এদিনের মিটিংয়ে জিম্বাবুয়ের স্থগিত হওয়া সদস্য পদ ফিরিয়ে দেওয়ার হয়েছে। সদস্যপদ ফিরে পেয়েছে নেপালও।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন