২৫ অক্টোবরের আগে টেস্ট দল ঘোষণা নয়

  20-10-2019 11:17PM



পিএনএস ডেস্ক: মাঝে ওয়ানডে আর টি-টোয়েন্টি নিয়ে মেতে থাকতে হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষেই এক বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলা হচ্ছে। সাথে টি-টোয়েন্টি চর্চা তো চলছেই। সে তুলনায় টেস্ট খুব কম খেলছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুধু টেস্ট কম খেলাই নয়, দীর্ঘ পরিসরের ক্রিকেট চর্চাই হয়েছে কম। এমন অবস্থাতেই সামনে চলে এসেছে ভারত সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দরজায় কড়া নাড়ছে। ৩ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ আর ভারতের টি-টোয়েন্টি সিরিজ।

১০ নভেম্বর নাগপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ১৪ নভেম্বর শুরু টেস্ট সিরিজ। নির্বাচকরা প্রাথমিকভাবে টি-টোয়েন্টি দল ঘোষণা করলেও টেস্ট দল ঘোষণা বাকি।

সেই দল ঘোষণা কবে হবে? সেখানেও কি টি-টোয়েন্টি স্কোয়াডের মত কোন চমক থাকবে? কৌতুহলের কমতি নেই। প্রথমে শোনা গেল, জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড শেষেই ঘোষণা হবে টেস্ট দল।

কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ জানালেন ভিন্ন কথা। রোববার প্রধান নির্বাচক বলেন, ‘আমরা চাই টেস্ট দলে যারা আছে, তারা আরও এক রাউন্ড খেলুক। তারপর আমরা দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, টেস্ট দলও চূড়ান্ত। আমরা টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে টেস্ট দলও চূড়ান্ত করে ফেলেছি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাইয়ের অনুমোদন নেয়াও শেষ; কিন্তু আমরা কৌশলগত কারণে দল এখন ঘোষণা করবো না। সেটা ২৫ অক্টোবরের আগে ঘোষণা না করারও সিদ্ধান্ত নিয়েছি।’

কেন? এর জবাবে নান্নু বলেন, ‘আমরা চাই টেস্ট দলের ক্রিকেটাররা জাতীয় লিগের তৃতীয় রাউন্ডটাও খেলুক। তাতে দীর্ঘ পরিসরের চর্চাটা হবে। সবাই মোটামুটি চার দিনের ম্যাচ খেলার মধ্যে থাকবে। খেলার সাথে থাকবে। তবে টি টোয়েন্টি স্কোয়াডের সাথে ঠিক ২৫ অক্টোবরই তারা অনুশীলন শুরু করবে না। তাদের আরও এক রাউন্ড (যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে) খেলার সুযোগ করে দিতে চাই আমরা। তাতে করে টেস্টের প্রস্তুতিটাও হবে ভাল।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন