বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়ন আলিনাসাব

  22-10-2019 04:22PM

পিএনএস ডেস্ক : ভারতের মুম্বাই শহরে চলছে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপের এবারের পঞ্চম পর্ব। আন্তর্জাতিক এই ইভেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করলেন ইরানের নারী দাবাড়ু মোবিনা আলিনাসাব। তিনি স্বাগতিক দেশ ভারতের প্রতিপক্ষকে পরাজিত করেন। প্রতিযোগিতা তালিকায় উঠে আসেন সবার উপরে। আলিনাসাব প্রতিপক্ষকে হারিয়ে সাড়ে চার পয়েন্ট সংগ্রহ করেন, অধিকার করেন শীর্ষ স্থান।

ইরানের অপর দাবা খেলোয়াড় মোহাম্মাদ আমিন তাবাতাবেয়ি, তিনিও ভারতীয় প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিপক্ষকে হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেন। সেরা দাবা খেলোয়াড়দের তালিকায় লাভ করেন ২৫তম স্থান।

এবারের চ্যাম্পিয়নশিপে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতায় অংশ নেননি ইরানের অপর দাবাড়ু আরিয়ান গোলামি। এনিয়ে তৃতীয় কোনো ইরানি খেলোয়াড় ইসরায়েলি কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকৃতি জানালেন।

অনূর্ধ্ব-২০ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে তিনটি বয়স শ্রেণিতে মোট ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা চলছে। তিন বয়স শ্রেণিতে আবার ‘ওপেন’ ও ‘মহিলা’ নামে দুটি করে বিভাগ রয়েছে।

গত বছর ২০১৮ বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নিশপে সেরা দাবাড়ুর মুকুট লাভ করেন ইরানের পুরুষ দাবাড়ু পারহাম মাকসুদলু। সূত্র: মেহর নিউজ এজেন্সি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন